ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশবলে ‘ইসলামিক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ২৮ মার্চ ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন এ্যাক্ট’ প্রণীত হয়। ইসলামের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের এ্যাক্ট অনুযায়ী এর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ১. সাংস্কৃতিক কার্যক্রমঃ জাতীয় ও ধর্মীয় দিবস পালন (জাতীয় শোক দিবস, জাতীয় শিশু দিবস, জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, জাতীয় হিফজ প্রতিযোগিতা ইত্যাদি) ২. মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৩, ইমাম প্রশিক্ষণ ৪. মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প ৫. মানব সম্পদ উন্নয়ন ৬.যাকাত ফান্ড ৭. হজ্জ ব্যবস্থাপনা ৮. ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ৯. ইসলামী বুক ক্লাব ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস